নাটোর: বাড়িতে পড়ালেখার উত্তম পরিবেশ সৃষ্টির লক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলার হারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক শাহিনা খাতুন।
আরো বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানা, শিক্ষা অফিসার সিরাজুম মনিরা, মহিলা বিষয়ক অফিসার রাশেদা পারভীন, প্রধান শিক্ষক শামসুন্নাহার ও কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমুখ।
পরে জেলা প্রশাসক শাহিনা খাতুন বিদ্যালয় মাঠে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, কাজী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বাল্যবিয়ে, মাদকমুক্ত ও তথ্যপ্রযুক্তি নির্ভর নাটোর গড়তে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/