ঢাকা :বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এক শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধে মরহুম এস এম ইউসুফের অসামান্য অবদানের কথা স্মরণ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবীদ।
তোফায়েল আহমেদ মরহুম এস এম ইউসুফ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এস এম ইউসুফ।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএম/আরএইচএস