ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এস এম ইউসুফ এর মৃত্যুতে তোফায়েল আহমদের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এস এম ইউসুফ এর মৃত্যুতে তোফায়েল আহমদের শোক

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 

ঢাকা :বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
এক শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধে মরহুম এস এম ইউসুফের অসামান্য অবদানের কথা স্মরণ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবীদ।

তিনি চট্রগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মতো ত্যাগী রাজনীতিবীদ সমাজে খুবই বিরল। তার মৃত্যুতে দেশ একজন সৎ, দক্ষ ও ত্যাগী রাজনীতিবীদকে হারালো।  
 
তোফায়েল আহমেদ মরহুম এস এম ইউসুফ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এস এম ইউসুফ।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএম/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।