বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় ওইসব প্রতিষ্ঠানের মালিকদের ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পয়সারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মেসার্স গনেশ চন্দ্র স্টোরের মালিককে দুই হাজার টাকা, মেসার্স হরি ভান্ডারকে দুই হাজার টাকা, মেসার্স বাবুল স্টোরকে তিন হাজার টাকা, মেসার্স নাজমুল স্টোরকে পাঁচ হাজার টাকা, মেসার্স লিটন স্টোরের মালিককে সাড়ে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শতরূপা তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আনজুমান নেছা।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এমএস/এজি/আরএ