ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইমারুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইমারুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামের আব্দুল গফুর মণ্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রী ইমারুলের কাছে প্রাইভেট পড়তেন। বিভিন্ন সময় তিনি তাকে ডেকে নিয়ে যৌন হয়রানি করতেন।

বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় পুলিশ ইমারুলকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।