রাজশাহী: রাজশাহীতে সাড়ম্বরে উদ্যাপিত হয়েছে নবান্ন উৎসব।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনভর জেলা ও উপজেলা পর্যায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপন করা হয়।
রাজশাহী জেলা প্রশাসন সকাল সাড়ে ৯টায় সিঅ্যান্ডবি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে বাঙালির ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পবা উপজেলার নওহাটার মহানন্দখালি বিলে দুপুর ১২টায় ধান কাটা, ধান বাড়ানো, আলোচনা সভা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন অন্যদের নিয়ে নিজে হাতে ধান কাটেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক দেব দুলাল ঢালি, জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ, পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম আশরাফুল হক তোতা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসএস/জিপি/এএসআর