ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আশুলিয়ায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ১

নবীনগর-চন্দ্রা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যানের চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

আশুলিয়া (সাভার): নবীনগর-চন্দ্রা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যানের চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
গাজীপুরের শালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকাগামী ওই দুটি গাড়ি পাল্লাপাল্লি করে চলছিল। কবিরপুর এলাকায় একটি আরেকটি অতিক্রম করতে গিয়ে কাভার্ডভ্যান পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকের সহকারী নিহত হয় ও তিনজন আহত হয়।

তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে কাভার্ডভ্যান ও পিকআপ শালনা হাইওয়ে থানায় নিয়ে যায়।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।