ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ফেনীতে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনীতে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা  হয়েছে।

ফেনী: ফেনীতে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা  হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রাশেদ মাযহার ও আবৃত্তি সংসদ ফেনীর সভাপতি এখলাস উদ্দিন খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-জেলা কালচারাল অফিসার এস টি এম কামরান হাসান।

এছাড়া উৎসবে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী। অনুষ্ঠানে গানে গানে আহ্বান করা হয় নবান্নকে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।