সৈয়দপুর (নীলফামারী): সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি-এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, প্ল্যান বাংলাদেশের কারিগরী সহায়তায় ল্যাম্ব এ সমাবেশের আয়োজন করে।
বোড়াগাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ভোগডাবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামাণিক, ডিবিসিসি’র নীলফামারী পরিচালক আবু আসাদ, ল্যাম্প শো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, পরিবার পরিকল্পনা পরিদর্শক ধলেশ্বর বর্মন, পরিবার কল্যাণ পরিদর্শিকা নূর-ই নাজমা বানু প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা, শিশু ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএ