ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে দুই ছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
রাজশাহীতে দুই ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহী মহানগরীর মতিহার থানার শাহপুর এলাকার একটি বাড়ি থেকে সপ্তম শ্রেণি পড়ুয়া দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার শাহপুর এলাকার একটি বাড়ি থেকে সপ্তম শ্রেণি পড়ুয়া দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় ওই ঘর থেকে একটি ‘সুইসাইড’ নোটও উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিহতরা হলেন- শম্পা ও নুপুর। তারা দুজনই মতিহারের বেলঘরিয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

দুই ছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ওই দুই ছাত্রী আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি বলেন, বিকেলে দুই বান্ধবী বাইরে থেকে এসে ঘরের ভেতরে ঢোকে। সন্ধ্যা হয়ে গেলেও তারা ঘরের দরজা না খুললে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন স্বজনরা। স্কুলছাত্রী শম্পা ওই এলাকার মুক্তার হোসেনের মেয়ে। তার বাড়িতেই এই ঘটনাটি ঘটে। বর্তমানে দুই ছাত্রীর মৃত্যুর কারণ খুঁজে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬/আপডেটেড
এসএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।