মানিকগঞ্জ (ঢাকা): মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় রাবিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবিল মানিকগঞ্জ সদর উপজেলার আড়ইমারা গ্রামের বাদল মিয়ার ছেলে। নবারুন উচ্চ বিদ্যালয় থেকে আগামী জানুয়ারিতে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে রাবিল মোটরসাইকেল চালিয়ে সদর উপজেলার নয়াকান্দি সেতুর কাছ দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইলের ধাক্কা লাগে। এতে রাবিল গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ আড়াইশ শয্যা হাসাপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাবিল মারা যায়।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি