ভোলা: ভোলা সদরের বাংকেরহাট বাজার এলাকায় একটি অটোরিকশা উল্টে দুলাল মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার যাত্রী।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা-ভেদুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুলাল ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামের বাসিন্দা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, বিকেলে ভেদুরিয়া এলাকা থেকে অটোরিকশাটি ভোলার দিকে যাচ্ছিল। পথে বাংকেরহাট বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও চারজন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের মধ্যে তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি