ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জ পৌরসভায় কর মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
শিবগঞ্জ পৌরসভায় কর মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় তিন দিনব্যাপী কর মেলার উদ্বোধন হয়েছে।

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় তিন দিনব্যাপী কর মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে পৌরসভা জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

পরে পৌর মিলনায়তনে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এএসএএম রফিকুন্নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিউটি বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, শিবগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইমলাম দুদু, শাহাবুদ্দিন শিবলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।