ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ক্যাবল শিল্প কর্মচারী ইউনিয়ন নির্বাচন বুধবার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
খুলনায় ক্যাবল শিল্প কর্মচারী ইউনিয়ন নির্বাচন বুধবার

খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প (বাকেশি) কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন বুধবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

খুলনা: খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প (বাকেশি) কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন বুধবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ৯টি পদে দু’টি প্যানেলে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

শেখ গোলাম মোস্তফা-বেগ কামরুজ্জামান হাতুড়ী প্রতীক নিয়ে এবং মো. আব্দুল কাদের খান-মোড়ল আনিছুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। মোট ১৮৮ জন ভোটার আগামী দুই বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন।

মহানগরীর শিরোমনি বিসিক শিল্পাঞ্চলের বাকেশির ক্যান্টিন মিলানায়তনে ইউনিয়নের ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল কাদের খান, সাধারণ সম্পাদক পদে মোড়ল আনিছুর রহমান, সহ-সভাপতি শরিফ আব্দুর রাহিদ, সহ-সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আলী হায়দার মো. সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মো. শাহাজাহান, কোষাধক্ষ্য মো. আজাদ রহমান, কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন।

অপর প্যানেলের সভাপতি পদে শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক পদে বেগ কামরুজ্জামান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, কোষাধক্ষ্য শেখ ইকবাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. মাইদুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের হিসাবে মো. মোকলেছুর রহমান এবং সহকারী হিসাবে আব্দুল কাদির ও মো. মিজানুর রহমান দায়িত্ব পালন করবেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমআরএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।