ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাকাব গাবতলী শাখায় ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
রাকাব গাবতলী শাখায় ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখায় নবান্ন উৎসব উপলক্ষে ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন হয়েছে।

বগুড়া: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখায় নবান্ন উৎসব উপলক্ষে ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন হয়েছে।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরের পর ব্যাংকের বগুড়া উত্তর জোনের জোনাল ব্যবস্থাপক সুধাংশু কুমার হালদার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া উত্তর জোনের জোনাল ব্যবস্থাপক সুধাংশু কুমার হালদার ও বিশেষ অতিথি বগুড়া উত্তর জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংক কর্মকর্তা সামসাদ, আমিরুল ইসলাম, আনিছুর রহমান, আব্দুল কাদের, জিল্লুর রহমান, কেএম মেহবুব, কর্মচারি আবু তৈয়ব, শাহ আলম, মাছুদা প্রমুখ ।
 
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।