ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ফের বন্যহাতি আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বকশীগঞ্জে ফের বন্যহাতি আতঙ্ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় আবারো বন্যহাতি আতঙ্ক দেখা দিয়েছে।

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় আবারো বন্যহাতি আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে হাতি নেমে আসায় এ আতঙ্ক দেখা দেয়।

এর ফলে সীমান্তবর্তী ৫টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে ভারতীয় বুনো হাতিরপাল সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকার লোকালয়ে নেমে আসে।

হাতি আগমের খবরে যদুরচর, সাতানিপাড়া, টিলাপাড়া, শোমনাথপাড়া ও লাউচাপড়া গ্রামের শত শত মানুষ সংঘবদ্ধ হয়ে ডাক-ঢোল পিটিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন।

রাতে হাতির পাল এসব গ্রামের কয়েকটি বসতবাড়িতে হামলা চালায় ও রাতভর প্রায় ৫০ হেক্টর জমির পাকা ধান নষ্ট করে।
মঙ্গলবার ভোরে হাতির পাল পাহাড়ের উঁচু টিলায় ফিরে যায়। যাওয়ার পথেও যদুরচর গ্রামের নজরুল ও ফরহাদের বাড়ি তছনছ করে দিয়ে যায়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাছান সিদ্দিক বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার লোকজনকে নিরাপদ দূরত্বে সরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হাতি তাড়ানোর জন্য গ্রামবাসীদের কেরোসিন তেল দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এরআগে চলতি বছরের ১০ আগস্ট যদুরচর গ্রামে বন্যহাতি তাণ্ডব চালায়। সে সময় কয়েকটি বসতবাড়ি তছনছ, গাছপালা ভেঙে ও ফসলের ব্যাপক ক্ষতি করে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।