ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় নবান্ন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় নবান্ন উৎসব

‘ক্ষুধা মেটে একই অন্নে, এসো মাতি সম্প্রীতির আনন্দে’ স্লোগানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম শেকড় সন্ধানি নাট্য সংগঠন কলেজ থিয়েটারের উদ্যোগে বগুড়ায় পালিত হয়েছে নবান্ন উৎসব।

বগুড়া: ‘ক্ষুধা মেটে একই অন্নে, এসো মাতি সম্প্রীতির আনন্দে’ স্লোগানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম শেকড় সন্ধানি নাট্য সংগঠন কলেজ থিয়েটারের উদ্যোগে বগুড়ায় পালিত হয়েছে নবান্ন উৎসব।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১০টার দিকে বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বের হয় আনন্দ পদযাত্রা।

পদযাত্রাটি মুক্তমঞ্চ হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার মুক্তমঞ্চে ফিরে আসে।

নাট্যকর্মীরা কাস্তে-কুলা হাতে কৃষাণ-কৃষাণি, পলো হাতে মাঝি, একতারা হাতে বাউল, খেজুর রসের হাঁড়ি নিয়ে গাছিয়াল সেজে হাতে হাত রেখে সম্প্রীতির বন্ধনে মিলিত হয়ে পথ চলেন। বাজনার তালে তালে লাঠিয়ালের লাঠি খেলার প্রদর্শনীতে মুখরিত করে তোলে কলেজ থিয়েটারের কর্মীরা। সঙ্গে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ক্লান্তি ভুলে আনন্দে মেতে ওঠেন।

নবান্ন উৎসব ১৪২৩ এর উদ্বোধন করেন সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্-উল আলম।

‘আমার মাইজা ভাই সাইজা ভাই কই গেলারে, চল যাই চল যাই ক্ষেতে ধান কাটিতে’ নবান্নের এই গানের কথার সাথে নৃত্য পরিবেশন করেন নৃত্যছন্দম আর্টস একাডেমির নৃত্য শিল্পী মেহেদী হাসান, ইহসানুল হক জিতু, রাকিবুল ইসলাম শান্ত, মুনতাসির মামুন, নিবেদিতা সাহা, জয়া সরকার নুসরাত জাহান রাহি ও সংগীতা।

নবান্ন উৎসব উপলক্ষে নবান্ন কথনের সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভন।

উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর  সামস্-উল আলম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেল্লাল হোসেন, ড. মীর ত্বাইফ মামুন মজিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, আছাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দকী, এ কে আজাদ গ্রুপের এম ডি মাজেদুল ইসলাম রুমন, কলেজ থিয়েটারের সহ-সভাপতি সুপিন বর্মণ, সাধারণ সম্পাদক তপন কুমার পাটোয়ারি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নবান্ন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক সবুজ চন্দ্র বর্মণ ও সদস্য সচিব ওসমান গণি।

এরপর ড. সেলিম আল দ্বীন রচিত তৌফিক হাসান ময়না নির্দেশিত ‘বাসন’ নাটক মঞ্চায়িত করে বগুড়া থিয়েটার। এরপর ওসমান গণি রচিত শোভন চন্দ্র সরকার নির্দেশিত ‘দাওয়াত’ নাটক মঞ্চায়িত হয়।

অতিথিদের গামছা এবং ফুল দিয়ে বরণ করে নেন নাট্যকর্মীরা। কবিতা আবৃত্তি করেন কনক কুমার পাল অলক। সবশেষে ফিউশন বাউল পরিবেশনের মধ্য দিয়ে নবান্ন উৎসব ১৪২৩ এর সমাপ্তি টানে কলেজ থিয়েটার।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।