ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাসিক নির্বাচন

প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ ইসির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণামূলক পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, দেয়াল লিখন, লিফলেটসহ সব প্রচারণা সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পযর্ন্ত এ নির্দেশ বহাল থাকবে।

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণামূলক পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, দেয়াল লিখন, লিফলেটসহ সব প্রচারণা সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পযর্ন্ত এ নির্দেশ বহাল থাকবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণামূলক সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পরপরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্ব থাকা অন্য কর্মকর্তাদের এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।

‘প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতীক নিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন। এর আগে যে কোনো ধরনের প্রচারণা চালানো আইনানুগ অপরাধ।   এরপরও সম্ভাব্য প্রার্থীরা কোনো ধরনের প্রচার চালানোর চেষ্টা করলে আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন বিধি ২০১০ অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে। রাজনৈতিক দলের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যেতে পারে। এছাড়া বিধি লঙ্ঘনে সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিলও করতে পারে ইসি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫,২০১৬
এমসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।