ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঠাকুরগাঁও জেলা অটোরিকশা, রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এ সংবর্ধনার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন অটোরিকশা, রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।