ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

১০ টাকার চালে অনিয়মে ১৩ ডিলারশিপ বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
১০ টাকার চালে অনিয়মে ১৩ ডিলারশিপ বাতিল

রংপুর বিভাগে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ১৩ জনের ডিলারশিপ বাতিল করেছে খাদ্য বিভাগ।

রংপুর: রংপুর বিভাগে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ১৩ জনের ডিলারশিপ বাতিল করেছে খাদ্য বিভাগ।

এ সময় অবৈধ ৬০ হাজার ৬শ’ ৩৫ জনের কার্ড বাতিল করা হয়।

একই সঙ্গে আট জেলায় এক লাখ ১৩ হাজার টাকা জরিমানা করে খাদ্য বিভাগ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) চাল বিতরণ অনিয়মের অভিযোগে এসব জরিমানা ও কার্ড বাতিল করা হয়।

রংপুর বিভাগীয় খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, গত কয়েক দিনে বিভাগের আট জেলায় ১০ টাকা কেজিতে চাল দেওয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৩ জনের ডিলারশিপ বাতিল ও বিভিন্ন অনিয়মে ৬০ হাজার ৬৩৫ জনের কার্ড বাতিল করা হয়েছে।

এ সময় ছয় ডিলারের বিরুদ্ধে মামলা ও ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিভাগীয় খাদ্য কর্মকর্তা আরও বলেন, রংপুর বিভাগে প্রতিটি জেলায় এসব ডিলারের প্রতি নজর রাখতে বলা হয়েছে। যাতে করে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করতে না পারে। এ জন্য প্রতিটি জেলার কর্মকর্তাদের তদন্ত করার জন্য বলা হয়েছে।

রংপুর বিভাগের জেলাগুলো হলো- রংপুর জেলায় ৭ হাজার ৭শ’ ৯৮টি, কুড়িগ্রাম জেলায় ৫ হাজার ৬শ’ ৪৩টি, গাইবান্ধায় ১৫ হাজার ২শ’ ৮২টি, লালমনিরহাটে ২ হাজার ৪শত ৯৪টি, দিনাজপুরে ৬ হাজার ৬শত ৮৩টি, নীলফামারীতে ৭ হাজার ২শত ৩৩টি, ঠাকুরগাঁয়ে ১০ হাজার ৬শত ১৫টি এবং পঞ্চগড়ে ৪ হাজার ৮৮৭টি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।