ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
দেবিদ্বারে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপানে বাবুল মিয়া (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপানে বাবুল মিয়া (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

মৃত বাবুল উপজেলার বিনাইপার গ্রামের আ. বারেক মিয়ার ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসে তিন নম্বর বীর বেঙ্গলের ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (১৪ নভেম্বর) রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপানের পর বাড়ি সংলগ্ন গোমতী নদীর তীরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাবুল।

মঙ্গলবার সকালে তাকে দাউদকান্দি থানার রায়পুরা ভেষজ কীটনাশক উপশম কেন্দ্রে নেওয়ার পথে বাবুলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।