ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
সৈয়দপুরে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরের একটি আবাসিক হোটেল থেকে সোহেল মিয়া (২৪) নামে এক ফল ব্যবস‍ায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরের একটি আবাসিক হোটেল থেকে সোহেল মিয়া (২৪) নামে এক ফল ব্যবস‍ায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৯টায় এ মরদেহ উদ্ধার করা হয়।

হোটেলে রেজিস্ট্রার অনুযায়ী, সোহেলের বাড়ি নাটোর জেলায়। তিনি গত ১১ নভেম্বর (শুক্রবার) শহরের রংপুর সড়কে অবস্থিত এস আই এম ‌আবাসিক হোটেলের দ্বিতীয়তলার ১০৩ নম্বর কক্ষে ওঠেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তির কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ওই হোটেলের কক্ষের দরজার তালা ভেঙে ব্যবসায়ীর মরদেহ উদ্ধর করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না-এটি হত্যা না আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্ট‍া, নভেম্বর ১৫, ২০১৬
জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।