ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির তাণ্ডব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির তাণ্ডব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশে ঢুকে দ্বিতীয়দিনের মতো তাণ্ডব চালিয়েছে সীমান্ত জেলা জামালপুরের বকশীগঞ্জে। উপজেলার কামালপুর সীমান্তের বিভিন্ন গ্রামের ফসল নষ্ট করেছে হাতি। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ আক্রমণ চালায় হাতিগুলো।

কামালপুর (বকশীগঞ্জ) সীমান্ত থেকে: বাংলাদেশে ঢুকে দ্বিতীয়দিনের মতো তাণ্ডব চালিয়েছে ভারতীয় হাতি। সীমান্ত জেলা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফসল নষ্ট করেছে এসব হাতি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ আক্রমণ চালায় হাতিগুলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতির আক্রমণের ঘটনায় সীমান্তের গ্রাম যদুরচরের মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তবে হাতি তাড়ানোর জন্যে কোনো উদ্যোগ নিতেও কাউকে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা নূর ইসলাম বাংলানিউজকে বলেন, হাতি বাংলাদেশে ঢুকে বিভিন্ন ধরনের ফসল নষ্ট করেছে। তবে হাতি তাড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নেই।

‘আমরা জীবন নিয়েই পালিয়েছি। হাতি তাড়াবো কীভাবে?’

এদিকে স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করছেন, রাতের অন্ধকারে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট জ্বেলে রাখছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এতে ওইদিকে আলো দেখে হাতির পাল বাংলাদেশে চলে আসছে।

‘প্রায়ই বিএসএফ হাতির পাল বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দিয়ে লাইট জ্বালিয়ে দেয়। আর তখন হাতিগুলো আমাদের বাড়িঘরে তাণ্ডব চালায়। ভোরে লাইট নিভিয়ে দিলে এসব হাতি আবার ফিরে যায়,’ বেশ ক্ষোভের সঙ্গে বলছিলেন যদুরচর গ্রামের প্রবীণ ইসমাইল হোসেন।

স্থানীয় কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, ‘জান-মালের নিরাপত্তার জন্যে এলাকার লোকজনকে রাতে অন্যত্র আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ’

এ রির্পোট লেখা (রাত সোয়া ১১টা) পর্যন্ত বন্য হাতির পাল কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামেই অবস্থান করছিলো।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।