ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরের টমটম উল্টে আয়নাল হাওলাদার (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।

বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরের টমটম উল্টে আয়নাল হাওলাদার (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।
 
একই ঘটনায় আহত হয়েছেন নিহতের বেয়াই শিকারপুরের মাদারসি গ্রামের বাসিন্দা মাসুদ হাওলাদার (৫০)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে শিকারপুরের মাদারসি গ্রামে এ দ‍ুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।

তিনি জানান, গাছ কেটে টমটম দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়নাল মারা যান।

আর আহত মাসুদ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।