ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
রাজাপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার অভিযোগে মামলা

ঝালকাঠি জেলার রাজাপুরে আব্দুস সালাম খান (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মৃতের...

ঝালকাঠি: ঝালকাঠি জেলার রাজাপুরে আব্দুস সালাম খান (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মৃতের ছেলে শামসুল আলম খান বাদী হয়ে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস।

তিনি বলেন, মামলায় ৮ জনের নামসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বকুলতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুস সালাম খানের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। পরে দিনগত রাত ২টার দিকে মারা যান তিনি।

খবর পেয়ে মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠায় পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।