গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি হাছেন আলীকে (৫৮) ফের গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার কুপতলা বাজারের রেজাউল করিমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের পর হাসেন আলীর ছেলে লাইচ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হককে আঘাত করে তার বাবাকে ছিনিয়ে নেয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আহত এসআই মোজাম্মেল হক বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর ঘটনার পাঁচদিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাছেন আলীকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
১২ নভেম্বর সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলার ৩ নং দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (পশ্চিম দামোদরপুর) এলাকার নিজ বাড়ি থেকে হাছেন আলীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার ছেলে লাইচ দা দিয়ে এসআইকে আঘাত করে হাসেন আলীকে ছিনিয়ে নেয়।
একই গ্রামের হিরু মণ্ডল জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে হাছেন আলী তার ছেলে লাইচসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করতে যান পুলিশ।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরএ