ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা ব্যবস্থাপক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা ব্যবস্থাপক গ্রেফতার

রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা ব্যবস্থাপক রুমা বড়ুয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাঙামাটি: রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা ব্যবস্থাপক রুমা বড়ুয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটি দুদকের উপ-পরিচালক শফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে দুদকের একটি দল তাকে আটক করে।

 

দুদকের রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, রূপালী ব্যাংকের রাঙামাটি শাখায় কর্মরত অবস্থায় ঠিকাদার মোজিবুরের সঙ্গে  যোগসাজশে পারফরম্যান্স সিকিউরিটি জাল করেন রুমা। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে দুদক। মামলা নম্বর ৯/২০১৬। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমএন/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।