ঢাকা: ফুটওভার ব্রিজ করে দেওয়ার আশ্বাসেন ভিত্তিতে যাত্রাবাড়ীর সড়ক অবরোধ তুলে নিয়েছে দনিয়া কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এদিকে সকালে সড়ক অবরোধের খবর শুনে ঘটনাস্থলে যান সড়ক সচিব। এ সময় তিনি শিক্ষার্থী ফুটওভার ব্রিজের দাবির কথা শুনে এবং ব্রিজ করে দেওয়া আশ্বাস দেন।
সড়ক সচিব বলেন, যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এ কলেজের সামনে দিয়ে একটি ফুটওভার ব্রিজ তৈরি দেওয়ার। যেন শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) তোফায়েল আহমেদ বাংলানিউজকে বলেন, ফুটওভার ব্রিজ করে দেওয়ার দাবি মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কলেজের সামনের অংশ যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম মূল সড়কে অবরোধ করে বিক্ষোভ করে দনিয়ার শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরএটি/এসএইচ