ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদকদ্রব্যসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বরিশালে মাদকদ্রব্যসহ আটক ৪

বরিশালে অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বরিশাল: বরিশালে অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে বরিশাল মহানগরের পৃথক তিনটি এলাকায় এ অভিযান চালানো হয়।

বুধবার বেলা ১১টার দিকে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাতে কাউনিয়া থানাধীন এক নম্বর ওয়ার্ডের বিসিক রোডে অভিযান চালায়। এসময় পাঁচ বোতল ফেনসিডিল ও একশ’ গ্রাম গাঁজাসহ উজিরপুরের গরিয়া গাবা এলাকার মো. হাসেম ঘরামীর ছেলে রিপন ঘরামীকে (২৫) আটক করা হয়।

এদিকে, কোতোয়ালি মডেল থানাধীন রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডের ব্রিজের টোলঘর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় একই এলাকার মো. জুয়েল শিকদার (২৮) নামে এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে, কাউনিয়া থানাধীন তিন নম্বর ওয়ার্ডের গাউয়াসার হোসনাবাদ টিনের মসজিদ গলিতে অভিযান চালানো হয়। এসময় মো. বাদশা চাপরাশি (৫৮) ও তার স্ত্রী খালেদা বেগমকে (৪৫) পাঁচশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

তিনটি অভিযানের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি’র এসি ফরহাদ সরদার।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমএস/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।