ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জের সাঁওতালদের বাড়ি করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
গোবিন্দগঞ্জের সাঁওতালদের বাড়ি করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভূমিহীন সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে আশ্রায়ন প্রকল্পের অাওতায় ঘরবাড়ি বানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

ঢাকা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভূমিহীন সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে আশ্রায়ন প্রকল্পের অাওতায় ঘরবাড়ি বানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামাল।

আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তার প্রস্তুতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷

প্রেসব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাঁওতালদের মধ্যে যাদের বাড়ি ঘর নেই তাদের অাশ্রায়ন প্রকল্পের অাওতায় ঘরবাড়ি করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।