ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুই যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
রাজধানীতে দুই যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ মুগদা ও উত্তরা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে মরদেহ দু’টি...

ঢাকা: রাজধানীর দক্ষিণ মুগদা ও উত্তরা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দক্ষিণ মুগদার একটি বাসা থেকে রাত ৯টার দিকে মো. মাসুম (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাসুম নওগাঁ নিয়ামতপুর উপজেলার আদমপুর গ্রামের জহিরুল হকের ছেলে। কয়েকদিন আগে তিনি মুগদায় মামা হাবিবুল হকের বাসায় বেড়াতে আসেন।

এদিকে, উত্তরা সেক্টর-৪, রোড-৭, বাসা-১০১-এর দ্বিতীয় তলার চিলেকোঠা থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর মিয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজেডএস/এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।