ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাসার গৃহকর্মী মিলন টিকাদার (২০) রহস্যজনভাবে মারা গেছেন। পুলিশ এ মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বললেও ময়নাতদন্ত রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বেইলি রোডের ২৯/এ মিনিস্টার অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করে রমনা থানা পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৩০ এর মধ্যে মিলন লুঙ্গি ও গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা বলেও জানান ওসি।
মিলনের বাড়ি মাগুরা জেলার সদর থানায়। তিনি বিজন টিকাদারের ছেলে।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজেডএস/এএ