হিলি (দিনাজপুর): হিলি সীমান্তের কয়ার কচুগাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ২শ’ পিস শাল উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (২৩ নভেম্বর) ভোরে শালগুলো উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি দল কয়ার কুচগাড়ি এলাকায় অভিযানে যায়। টের পেয়ে চোরাকারবারীরা মালপত্র ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২শ’ পিস ভারতীয় শাল উদ্ধার করা হয়।
শালগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বিএসকে/এসআই