নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাস্তানের মোড় থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আতাউর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
আতাউর জেলার মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের সাইফুদ্দিনের ছেলে।
সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুর রাজ্জাক জানান, দুপুরে অস্ত্র ও গুলি নিয়ে মাস্তানের মোড়ে অবস্থান করছিলেন আতাউর। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আতাউরের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বিএসকে/এসআই