ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

সাতক্ষীরায় বাসের ধাক্কায় আল মামুন নামে (১৯) এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সাতক্ষীরা: সাতক্ষীরায় বাসের ধাক্কায় আল মামুন নামে (১৯) এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বাংলানিউজকে জানান, আল মামুনসহ কয়েকজন সড়কের পাশে ভ্যানে ধান তুলছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী কে লাইন পরিবহনের একটি কোচ ধাক্কা দিলে আল মামুনসহ পাঁচজন আহত হন।

আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে আল মামুনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।