ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। রোববার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন।  রোববার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রবিন (৩৫) এবং একই এলাকার ফিরোজ (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিমসারগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পিকআপ ভ্যানে থাকা চালক এবং দুই যাত্রীকে বুড়িচং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, মরদেহ দু’টি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।