ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

মহাসড়ক সংস্কারসহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট জেলা শাখা।

লালমনিরহাট: মহাসড়ক সংস্কারসহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট জেলা শাখা।

রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী লালমনিরহাট শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে এ মানববন্ধন করা হয়।

৪ দফা দাবি হলো-সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের উন্নয়নে প্রধান অন্তরায় রংপুর থেকে বুড়িমারী ভায়া লালমনিরহাট চার লেন মহাসড়ক নির্মাণ, ধরলা সেতুর পশ্চিমাংশ থেকে লালমনিরহাট শহরমুখে সংযোগ সড়ক বাস্তবায়ন, লালমনিরহাট জেলার বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালুকরণ ও বৃটিশ আমলে স্থাপিত বর্তমানে অব্যবহৃত লালমনিরহাট বিমানবন্দরকে পুনরায় চালু করা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট জেলা শাখার সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল কর্মকার, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখ্খারুল ইসলাম মজনু, সম্পাদক আহমেদুর রহমান মুকুল, জেলা জাসদ সভাপতি খোরশেদ আলম, সম্পাদক মাহফুজ সাজু, পৌর কাউন্সিলর ফাতেমা বেগম ও যুবলীগ নেতা রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।