ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
পাথরঘাটায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকরা।

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকরা।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি ও কাঁঠালতলী মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গেলামা মাওলা মিলন, প্রফুল্ল চন্দ্র, মাওলানা আবু ছালেহ প্রমুখ।

কর্মসূচি থেকে চাকরি জাতীয়করণ, ৫ শতাংশ বেতন বৃদ্ধি এবং উৎসব ভাতা প্রদানের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।