ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় চিকিৎসক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
কুষ্টিয়ায় চিকিৎসক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক হত্যা মামলায় জিয়াউর রহমান জিয়া ও কামরুল ইসলাম নামে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক হত্যা মামলায় জিয়াউর রহমান জিয়া ও কামরুল ইসলাম নামে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়া তাদের ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
 
এ সময় আসামি জিয়াউর রহমান জিয়া আদালতে উপস্থিত থাকলেও কামরুল ইসলাম পলাতক রয়েছেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, ২০০৬ সালের ১৯ এপ্রিল জেলার দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের আজিজুল হকের বাড়িতে রোগী দেখতে যান পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম।

পূর্ব শত্রুতার জের ধরে রাস্তা থেকে একই গ্রামের জিয়াউর রহমান জিয়া ও কামরুল ইসলামসহ কয়েকজন তাকে অপহরণ করেন। পরে তারা শহীদুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পরে নিহতের বড় ভাই ১৩ জনকে আসামি করে  দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে আদালত জিয়াউর রোববার এ রায় দেন। তবে অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।