ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন কয়েদি গোলেনূর বেগম (৪০) মারা গেছেন।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন কয়েদি গোলেনূর বেগম (৪০) মারা গেছেন।

ময়নাতদন্ত শেষে রোববার (২৭ নভেম্বর) দুপুরে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এদিন ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

শরীফুল ইসলামের স্ত্রী গোলেনূর নগরীর মতিহার থানাধীন নতুন নিচপাড়া এলাকায় বসবাস করতেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদক সংশ্লিষ্টতা থাকায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। কয়েক দিন আগে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গোলেনূরকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।