ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে উত্তরণ’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বরিশালে উত্তরণ’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে কলেজের জীবনানন্দ দাশ মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানের পাশাপাশি নবীনদের বরণ করা হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কলেজ অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম।

উত্তরণ’র সভাপতি রোকন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নাট্যকার খায়রুল আলম সবুজ, অধ্যাপক শাহ্ সাজেদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, কাজল ঘোষ, সাইফুর রহমান মিরন, ব্রজমোহন কলেজছাত্র সংসদের সহ সভাপতি মঈন তুষার প্রমুখ।
 
উত্তরণ’র সিনিয়র সদস্য সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।