ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অহিংস পথে সমস্যা সমাধানের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
অহিংস পথে সমস্যা সমাধানের আহ্বান

সম্প্রতি মায়ানমারে সংগঠিত সহিংসতা অহিংস পথে সমাধানের জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।  

ঢাকা: সম্প্রতি মায়ানমারে সংগঠিত সহিংসতা অহিংস পথে সমাধানের জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।  

রোববার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, মায়ানমারে সংগঠিত এ সহিংসতা মানবতার বিপর্যয়। এ বিপর্যয় থেকে আরাকানের সাধারণ মানুষকে রক্ষার্থে এগিয়ে আসার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

‘আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক ও হিংসাত্মক কাজ কখনও সমর্থন করে না। ’

মায়ানমারের এ ঘটনাকে ঘিরে কতিপয় মহল সামাজিক যোগযোগ মাধ্যমে বিভ্রান্তকর কিছু তথ্য ও ছবি প্রচার করে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক আশোক বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬

জেডএফ/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।