ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
নোয়াখালীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালীতে ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী।

নোয়াখালী: নোয়াখালীতে ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী।
 
রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী শাখার উদ্যোগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৪ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

শিক্ষক নেতা হারুন-উর-রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সদর উপজেলা শাখা সভাপতি আব্দুল আলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।