ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারতের সহায়তায় মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ভারতের সহায়তায় মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্প

ভারতের সহায়তায় মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৩টি এবং রাজৈর উপজেলায় ৪টি।

ঢাকা: ভারতের সহায়তায় মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৩টি এবং রাজৈর উপজেলায় ৪টি।

প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ টাকা। আগামী এক বছরের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ হবে।  

রোববার (২৭ নভেম্বর) মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।  

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও রাজৈর উপজেলার চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া।  

এ সময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর এবং পৌর-মেয়র খালিদ হোসেন ইয়াদ উপস্থিত ছিলেন।  

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
পিআর/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।