ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে প্রগতিশীল যুব সমাজের মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
কেরানীগঞ্জে প্রগতিশীল যুব সমাজের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে কেরানীগঞ্জ প্রগতিশীল যুব সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সভার আয়োজন করে।

সভায় উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কেরানীগঞ্জ প্রগতিশীল যুব সমাজের সভাপতি সমীর সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

সভায় বক্তব্য রাখেন- কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন গনী, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয় গোপাল সরকার ও সংগঠনের সদস্য বাপ্পি সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।