ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দর্শনায় আখ চাষিদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
দর্শনায় আখ চাষিদের মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখের মূল্যবৃদ্ধি ও বকেয়া টাকা পরিশোধসহ ১১ দফা দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় মাননবন্ধন ও বিক্ষোভ করেছেন আখ চাষিরা।

চুয়াডাঙ্গা: আখের মূল্যবৃদ্ধি ও বকেয়া টাকা পরিশোধসহ ১১ দফা দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় মাননবন্ধন ও বিক্ষোভ করেছেন আখ চাষিরা।

রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় দর্শনা কেরু চিনিকল আখ চাষি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মিল প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে চিনিকল এলাকার দুই শতাধিক আখ চাষি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন তাদের দাবি পূরণ করা না হলে ২৮ নভেম্বর থেকে আখ মাড়াই শুরু হলেও চাষিরা মিলে আখ সরবরাহ বন্ধ রাখবেন। ‍

মানববন্ধনে বক্তব্য রাখেন, আখ চাষি কল্যাণ সংস্থার উপদেষ্টা আকমত আলী, শহিদুল ইসলাম, হুমায়ুন আহম্মেদ, জাকির চৌধুরী, নিজাম উদ্দীন, সহসভাপতি ওমর আলী, সহ সম্পাদক আব্দুল বারী, সদস্য আমির আলী, ফরিদ উদ্দিন, আব্দুল কাদের ও মিল্টন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।