ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
নড়াইলে আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইলে ১০ দিনব্যাপী আইটি আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

নড়াইল: নড়াইলে ১০ দিনব্যাপী আইটি আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে নড়াইল ডিজিটাল লাইব্রেরিতে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন।

বেসরকারি সংস্থা নবান্ন’র উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

নবান্ন’র নির্বাহী পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান, কৃষক নেতা কাজী খায়রুজ্জামান, লায়লা সুমন, সাংবাদিক ইমরান হোসেন, আল আমীন প্রমুখ।

প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-শিক্ষক, আইনজীবী, সরকারি চাকরিজীবীসহ মোট ৩০ জন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।