ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পাটগ্রামগামী তুনা পরিবহনের একটি বাস কালীগঞ্জের চাপারতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, বাসটি উদ্ধারের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।