ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বার্ডসহ ৩ দফতরে নতুন মহাপরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বার্ডসহ ৩ দফতরে নতুন মহাপরিচালক

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

ঢাকা: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের নিয়োগ দেওয়া হয়।

বার্ড’র মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন পর্যটন করপোরেশনের পরিচালক এম মওদুদুর রশিদ সফদার। এই প্রতিষ্ঠানের মহাপরিচালকের দায়িত্বে থাকা সালাহউদ্দিন মাহমুদকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে।
 
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক হয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার।

আর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটে মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আবুল কালাম।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
এমআইএইচ/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।