ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
পাটগ্রামে পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রামে পুকুর থেকে আব্দুস সাত্তার (৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে পুকুর থেকে আব্দুস সাত্তার (৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাত্তার পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট চাত্রারপাড় এলাকার বাসিন্দা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বাংলানিউজকে জানান, সাত্তার স্ত্রীকে নিয়ে দুপুরে পুকুর থেকে পানি নিয়ে তামাক ক্ষেতে দিচ্ছিলেন। এসময় হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে ডুবে যান। পরে তার স্ত্রী অনেক খোঁজা-খুঁজির পর তাকে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা খুঁজতে শুরু করেন।

খবর পেয়ে পাটগ্রাম ও রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল বিকেলে সাত্তারের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।