ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় পেন্সিলে আঁকা ফেকুর জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
বিজয় পেন্সিলে আঁকা ফেকুর জীবন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজয়ের আনন্দে মেতে ওঠা সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে নিভৃতচারী চিত্রশিল্পী এম এ সাগর খান অরুণ মুক্তিযুদ্ধ এবং মানুষের জীবন যুদ্ধের ছবি এঁকে চলেছেন। মুক্তিযুদ্ধে আনন্দ-বেদনার নানা স্মৃতি পেন্সিলের আঁচড়ে তুলে ধরছেন তিনি।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: বিজয়ের আনন্দে মেতে ওঠা সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে নিভৃতচারী চিত্রশিল্পী এম এ সাগর খান অরুণ মুক্তিযুদ্ধ এবং মানুষের জীবন যুদ্ধের ছবি এঁকে চলেছেন। মুক্তিযুদ্ধে আনন্দ-বেদনার নানা স্মৃতি পেন্সিলের আঁচড়ে তুলে ধরছেন তিনি।

বাঙালির আত্মপ্রকাশের এই দিনে তার আঁকা অন্যসব ছবির মধ্যে সুবিধাবঞ্চিত ফেকুর জীবনযুদ্ধের ছবিটিও স্থান পেয়েছে।
 
রাজবাড়ী সুইপার কলোনির ফেকুরাম চৌদ্দপুরুষের পেশায় জীবন কাটিয়েছেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত বার বারই চেয়েছেন নিজেকে বদলাতে। মেথর পরিচয় বদলে সমাজের আর পাঁচজন মানুষের মতো সমাজে চলার প্রত্যাশা বুকে নিয়ে ঘুরেছেন আটষট্রি বছর। সংগ্রাম করেছেন সুইপারদের মানুষ ভাবার সমাজ তৈরির প্রত্যয়ে। কিন্তু পারেননি ফেকুরাম।
 
রাজবাড়ী সদরের এম এ সাগর খান অরুণ ফেকুরামের জীবনের এ চিত্র তুলে ধরে বাংলানিউজকে বলেন, ফেকুরাম আজীবন সংগ্রাম করছেন সমাজের কল্যাণে। আমি ফেকুদের জীবনের গল্পটা বদলাতে কিছু কাজ করি। যারা সমাজের  জঞ্জাল পরিষ্কার করে মানুষের জীবনকে সুন্দর করে দেয় তাদের জন্য এই বিজয়ের দিনে আর সব ছবির সঙ্গে ফেকুর ছবিটি নিজে হাতে এঁকেছি (পেন্সিল স্কেস)। ফেকুরাও যেন বিজয়ের দিনে আর সবার মতোই আনন্দে বিজয় উল্লাস করতে পারে।
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমপঞ্চাশোর্ধ্ব চিত্রশিল্পী অরুণ জানান, ফেকুরামের বাবা হরিরাম থেকে তার দৌদ্দ পুরুষ এই পেশায় কাটিয়েছেন। কিন্তু ফেকু তার জীবন বদলাতে চেয়েছে। রাজবাড়ী সদরে চায়ের স্টলে ভেতরে বসে অন্যরা যখন চা পান করে, ফেকু তখন বাইরে নিজের কোমরে বাঁধা একটি চায়ের কাপ বের করে ধরতো চা দোকানির কাছে।   অনেক উঁচুতে কেটলি ধরে তার কাপে চা ঢেলে দিতো চা দোকানি। এটা মেনে নিতে পারতো না ফেকুরাম।   এরপর সন্ধ্যা হলেই চোলাই মদে নিজেকে ডুবিয়ে দিতেন। অন্ধকারে রাস্তায় কোনো লোক নেই, তবু একাই ফেকু বলে উঠতেন ‘ফেকু তুই যাচ্ছিস কোথায়’।
 
চিত্রশিল্পী অরুণ বলেন, দেশ ভাগের সময় ফেকুরা এসেছিল পশ্চিমবঙ্গ থেকে পূর্ববাংলার রাজবাড়ীতে।   স্বদেশি আন্দোলনে অংশ নিয়েছিলেন চৌদ্দ বছরের তরুণ ফেকু। ফেকুর বৃদ্ধ বয়সে বাঙালির স্বাধীনতার লড়াইয়ের কথা শুনেছি তার মুখে। স্বদেশী আন্দোলন গেছে, তারপর স্বাধীনতা আন্দোলনে বাঙালি তার আত্মপরিচয় তৈরি করে নিয়েছে। ফেকু মারা গেছে কিন্তু ফেকুদের (সুইপারদের) মূল্যায়ন হয়নি।
 
স্বাধীনতা আন্দোলনে ফেকুরামদের মতো অনেক মানুষের অবদান রয়েছে। আজ তারাও চায় বিজয়ের আনন্দের দিনে আর পাঁচজনের মতো আনন্দ করুক। তারা আজও তা পারছে না।   হয়তো কিছু উন্নতি হয়েছে। সমাজে এখনও তারা প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই বিজয়ের পেন্সিলে ফেকুর ছবি এঁকে অন্য ফেকুদের জীবন যুদ্ধের কথা তুলে ধরতে চাই, যোগ করেন চিত্রশিল্পী অরুণ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।